Darul Ihsan Madrasah

ভর্তির শর্তাবলি

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিধিবিধান

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে নিম্নোক্ত বিধিবিধান মেনে চলার অঙ্গিকার করে অত্র মাদ্রাসায় ভর্তি হতে হবে:

১. মাদরাসার যাবতীয় বিধিবিধান মেনে চলতে হবে।

২. প্রত্যেক শিক্ষার্থীর আকিদা-বিশ্বাস ও ধ্যান-ধারণা অবশ্যই কুরআন ও সুন্নাহ ভিত্তিক হতে হবে।

৩. ব্যবহারিক জীবনে ইসলামের আবশ্যক করণীয় তথা ফরজ, ওয়াজিব ও সুন্নাতে মুয়াক্কাদা সহ অন্যান্য বিধি-নিষেধ পালনের ক্ষেত্রে কোন প্রকার শিথিলতা গ্রহণযোগ্য হবে না।

৪. ব্যক্তিগত ও সামাজিক চরিত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উপযোগী হতে হবে। পোষাক-পরিচ্ছেদ, আচার-আচরণ, কথা-বার্তায় অবশ্যই সুন্নাতের অনুসরণ করতে হবে।

৫. অধ্যায়নকালীন বাড়ী কিংবা মাদ্রাসায় পায়জামা, পাঞ্জাবী ও টুপি/ শরিয়ত সম্মত পোষাক পরিধান করতে হবে এবং অন্য কোন পোষাক পরা যাবে না।

৬. ছাত্রদের জন্য সালাতুল আসরের পরে শরীরচর্চামূলক শরীয়ত সম্মত খেলাধূলা এবং বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে প্রত্যেককে নির্দিষ্ট নিয়মানুযায়ী অংশগ্রহণ করতে হবে।

৭. প্রত্যেক ছাত্র/ছাত্রীকে নিয়মিত মাদরাসায় উপস্থিত থাকতে হবে। ছুটি ব্যতিত কোন প্রকার অনুপস্থিতি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।

৮. মাদরাসা কর্তৃক নির্ধারিত ড্রেস ও আইডি কার্ড পরিধান করে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে। অন্যথায় শ্রেণি শিক্ষক ক্লাস সাসপেন্ডসহ যে কোন ধরণের শাস্তি প্রদান করতে পারবেন।

৯. মাদরাসা অফিস কর্তৃক সরবরাহকৃত দৈনন্দিন কার্যক্রমের রুটিন অবশ্যই অনুসরণ করতে হবে।

১০. মাদরাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের কল্যাণার্থে যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে কোন ছাত্রের কোন প্রকার ওজর আপত্তি ও ব্যাখ্যা তলব অনাধিকার চর্চা হিসাবে গণ্য হবে।

১১. মাদরাসার কোন অসবাবপত্রের ক্ষতিসাধন ও সম্পদ নষ্ট করা যাবে না। করলে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।

১২. কোন রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠনের সাথে সম্পর্ক রাখা যাবে না।

১৩. ছাত্র, শিক্ষক, পরিচালক, কর্মচারী প্রত্যেকের সাথে সদাচরণ করতে হবে। কোন প্রকার অসদাচরণ পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪. কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোন ছাত্র অন্য কোন ছাত্র বা শিক্ষককে টাকা পয়সা/ জিনিস পত্র ধার দিতে পারবে না।

১৫. শিক্ষার সাথে সংশ্লিষ্ট নয় এমন কোন জিনিস কোন ছাত্র/ছাত্রীর সঙ্গে রাখা যাবে না।

১৬. কোন ছাত্রী স্বর্ণালংকার/গহনাপত্র মাদ্রাসায় আনতে পারবে না।

১৭. যে কোন প্রকারের মোবাইল বা মোবাইল জাতীয় কোন জিনিস ব্যবহার বা বহন করা যাবে না। করলে উহা হস্তগত করে ফেরত দেওয়া হবে না বরং সঙ্গে সঙ্গে নষ্ট করে দেওয়া হবে।

১৮. কোন শিক্ষার্থী অন্য কোন শিক্ষার্থীর গায়ে হাত তোলা, গালমন্দ করা, নাম বিকৃত করা এবং কোন গ্রুপিং করা যাবে না।

ভর্তির নিয়মাবলী

ভর্তি কার্যক্রম ও নিয়মাবলী

১. ভর্তি কার্যক্রম ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে কোটা পূরণ সাপেক্ষে ১০ জানুয়ারী পর্যন্ত চলবে।

২. ২০০/- (দুইশত) টাকা জমা দিয়ে ভর্তি ফরম ও প্রসপেকটাস সংগ্রহ করতে হবে।

৩. হিফজুল কুরআন বিভাগে কোটা পূরণ সাপেক্ষে বছরের যে কোন সময়ে ভর্তি করানো হয়।

৪. নির্দিষ্ট আসন সংখ্যার ভিত্তিতে মেধা যাচাইয়ের মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়।

৫. প্লে গ্রুপ ব্যতিত সকল বিভাগে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো হয়।

ভর্তি পরীক্ষার বিষয় ও মান বন্টন

ভর্তি পরীক্ষার নিয়মাবলী

১. বিষয়ভিত্তিক নাম্বার বিভাজন:

  • বিশুদ্ধ কোরআন পাঠ: ১০
  • বাংলা: ২০
  • আরবী: ২০
  • ইংরেজী: ২০
  • গণিত: ২০
  • সুন্দর হস্তলিপি: ০৫
  • মৌখিক: ০৫
  • সর্বমোট: ১০০

২. ভর্তি পরীক্ষার প্রশ্ন নৈর্ব্যত্তিক ও রচনামূলক পদ্ধতিতে করা হবে।

৩. যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক তার পূর্বের ক্লাসের মাদ্রাসা বোর্ডের পাঠ্যবই থেকে প্রশ্ন করা হবে।

ভর্তির সময় জমা দিতে হবে

  1. ভর্তি জন্য প্রয়োজনীয় কাগজপত্র

    ১. জন্ম নিবন্ধনের ফটোকপি (বাংলা + ইংরেজি)।

    ২. ছাত্র/ছাত্রী ও অভিভাবকের পাসপোর্ট সাইজ ২ কপি করে রঙ্গীন ছবি।

    ৩. পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র।

    ৪. পূর্ববর্তী পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড (প্রযোজ্য ক্ষেত্রে)।

     

    বিশেষ দ্রষ্টব্যঃ

    ১. সকল কাগজপত্র জমা দেওয়ার পরই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
    ২. ভর্তি ফরম পূরণের সময় প্রয়োজনীয় ফি জমা দিতে হবে।
    3. সমস্ত তথ্য সঠিক এবং সম্পূর্ণভাবে প্রদান করতে হবে। তথ্য সঠিক না হলে ভর্তি বাতিল করা হতে পারে।
    4. নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে।
    5. কোন কাগজপত্র অনুপস্থিত থাকলে বা অসম্পূর্ণ থাকলে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।
    6. ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যেকোনো আপডেট বা পরিবর্তন মাদ্রাসার নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।
    7. জরুরি প্রয়োজনে মাদ্রাসার অফিসে যোগাযোগ করতে হবে।