Come, discover our institute
আবাসিক
অনাবাসিক
ডে-কেয়ার
আল-কোরআন
كنتم خير امة اخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر
“তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে’। সুরা আল-ইমরান-১১০)
লক্ষ্য ও উদ্দেশ্য
শিক্ষার্থীদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (স:)-এর অনুগত বান্দা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রকৃত ইসলামী ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে বিজাতীয় সভ্যতা এবং সংস্কৃতির প্রভাবমুক্ত যোগ্য আলেমেদ্বীন হিসাবে গড়ে তোলা। এ লক্ষ্যে আবশ্যকীয় বিষয় ও ভাষাসমূহ শিক্ষাদানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের মুক্তি অর্জনই হচ্ছে এ মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য।
Our Branches
BRANCH BOYS
BRANCH GIRLS
HIFZUL QURAN
প্রতিষ্ঠাবৃন্দ
তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভূত করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে।”
সূরা আলে ইমরান ৩:১১০
জ্ঞান অর্জনের জন্য শ্রেষ্ঠ পথ হলো, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে, তার জন্য ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়।
তিরমিজি
যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।
মুসলিম
যে ব্যক্তি একটি জ্ঞানী ব্যক্তির কাছ থেকে এক ঘণ্টা জ্ঞান অর্জন করে, তা এক হাজার রাকাত নফল নামাজের চেয়ে উত্তম।
ইবনে আব্দুল বার