বেতনাদি পরিশোধের নিয়মাবলি
১. ভর্তিকালীন পরিশোধিত ফি সমূহ অফেরতযোগ্য।
২. প্রতি মাসের ৫ তারিখের মধ্যে ঐ মাসের যাবতীয় পাওনাদি পরিশোধ করতে হবে।
৩. ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে না পারলে লিখিতভাবে সময় নিতে হবে।
৪. পর পর ২ মাসের টাকা জমা না দিলে মাদ্রাসা থেকে প্রদত্ত সুবিধাদি বাতিল করা হবে।
সিলেবাস
জাতীয় শিক্ষা ক্যারিকুলাম অনুসরণ করে দেশী-বিদেশী মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমের সমন্বয়ে যুগোপযোগী সিলেবাস তৈরি করা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:
১. ভাষা শিক্ষা:
- আরবী ও ইংরেজী ভাষায় সর্বোচ্চ মান অর্জনের লক্ষ্যে স্পোকেনসহ আধুনিক পদ্ধতি গ্রহণ করা হয়।
২. শিল্পকলা প্রশিক্ষণ:
- ড্রয়িং ও ইসলামীক ক্যালিগ্রাফী প্রশিক্ষণ প্রদান করা হয়।
৩. মানসিক উতকর্ষন:
- পড়ালেখার সাথে সাথে মানসিক উতকর্ষণ সাধনের জন্য ইসলামী সঙ্গীত, গজল, হামদ, না’ত, সুন্দর কেরাত, আযানের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে।
৪. সাহিত্য ও সংস্কৃতি:
- সাহিত্য-সংস্কৃতি প্রতিভা বিকাশ ও সুস্থ বিনোদনের জন্য কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ, সাপ্তাহিক আরবী ও ইংরেজি বক্তৃতা, শরীয়ত সম্মত খেলাধুলার ব্যবস্থা এবং ঐতিহাসিক স্থান সমূহে শিক্ষা সফর আয়োজন করা হয়।
৫. বিশুদ্ধ কোরআন শিক্ষা:
- বিশুদ্ধ কোরআন শিক্ষার জন্য নূরানি পদ্ধতি অনুসরণ করা হয়।
৬. সুন্দর হাতের লিখা:
- সুন্দর হাতের লিখার জন্য গাইড বুক অনুসরণ ও নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
৭. ব্যাকরণ শিক্ষা:
- আরবী ও ইংরেজী ব্যাকরণ শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
৮. কম্পিউটার শিক্ষা:
- ছাত্র/ছাত্রীদেরকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সাথে পরিচিত করানোর জন্য কম্পিউটার শিক্ষা আমাদের সিলেবাসের অন্যতম বৈশিষ্ট্য।
৯. নৈতিক শিক্ষা:
- শিক্ষার্থীদের উন্নত চরিত্র, সুন্দর আচার-আচরণ ও সুন্নতে রাসূলের অনুসারী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বিষয়ভিত্তিক ১০০ নাম্বারের “আখলাকে হাছানা” পরীক্ষা নেয়া হয়। এই লক্ষ্যে প্রয়োজনীয় ক্লাস, মোটিভেশন প্রোগ্রাম, দৈনন্দিন শ্রেণি শিক্ষকের মাধ্যমে তদারকি ইত্যাদি করা হয়।
পরীক্ষা পদ্ধতি
পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন
১. সেমিস্টার পদ্ধতি:
- বৎসরে ৩টি সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২. শ্রেণি মূল্যায়ন (C.T) ও মাসিক মূল্যায়ন (M.T):
- ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান যাচাইয়ের জন্য প্রতি সেমিস্টারে দুইটি ‘C.T’ (শ্রেণি মূল্যায়ন) ও ৫০ নাম্বারের ‘M.T’ (মাসিক মূল্যায়ন) পরীক্ষা নেয়া হয়।
- ৮০ নাম্বারের সেমিস্টার পরীক্ষার সাথে ‘M.T’ পরীক্ষার ২০% নাম্বার যোগ করে ১০০ নাম্বারের সেমিস্টার পরীক্ষার ফলাফল তৈরি করা হয়।
৩. গ্রেডিং পদ্ধতি:
- ফলাফল প্রকাশে আন্তর্জাতিক মান (গ্রেডিং পদ্ধতি) অনুসরণ করা হয়।
৪. আখলাকে হাছানা পরীক্ষা:
- শরীর চর্চা, উন্নত চরিত্র, উপস্থিতি ইত্যাদির জন্য ১০০ নম্বরের “আখলাকে হাছানা” পরীক্ষা নেওয়া হয়।
৫. মডেল টেস্ট:
- ইবতেদায়ী সমাপনি, জেডিসি, দাখিল পরীক্ষার্থীদের জন্য একাধিক মডেল টেস্ট নেয়া হয়।
৬. বৃত্তি পরীক্ষা:
- প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণিতে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করানো হয়।
আমাদের বৈশিষ্ট্যাবলি
বিশেষ সুবিধাসমূহ
১. দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলি দ্বারা পাঠদান:
- পাঠদান কার্যক্রম দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলি দ্বারা পরিচালিত হয়।
২. আন্তর্জাতিক মানের সিলেবাস:
- আন্তর্জাতিক মানের সিলেবাসের আলোকে পাঠদান করা হয়।
৩. কেন্দ্রিয় পরীক্ষার প্রস্তুতি:
- ছাত্র-ছাত্রীদের কেন্দ্রীয় পরীক্ষায় এ+ পাওয়ার উপযোগী করে গড়ে তোলা হয়।
৪. মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যবহার:
- শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়।
৫. সুন্নাতে রাসুল (সাঃ) এর গুরুত্ব:
- সুন্নাতে রাসুল (সাঃ)-এর উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়।
৬. নিরাপত্তা ও পর্যবেক্ষণ:
- সার্বক্ষণিক নিরাপত্তা ও নিয়ন্ত্রণের জন্য সি. সি. ক্যামেরার সাহায্যে পর্যবেক্ষণ করা হয়।
- ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিতকরণে ফিঙ্গার প্রিন্ট-এর ব্যবস্থা করা হয়েছে।
- নির্দিষ্ট রুটিন অনুসরণ:
- দৈনন্দিন নির্দিষ্ট রুটিনের আলোকে সকল কার্যক্রম পরিচালনা করা হয়।
৮. আবাসিক ব্যবস্থাপনা:
- উন্নত পাঠদান ও আধুনিক আবাসিক ব্যবস্থাপনা প্রদান করা হয়।
- ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপত্তামূলক পৃথক ক্যাম্পাস।
- শরয়ী বিধান মোতাবেক পূর্ণ নিরাপত্তামূলক পৃথক ছাত্রী হোস্টেল ও ক্যাম্পাস।
৯. খাবার ব্যবস্থা:
- উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
১০. মোটিভেশন ক্লাস:
- উন্নত চরিত্র গঠনে মোটিভেশন ক্লাসের ব্যবস্থা করা হয়।
১১. রান্নার প্রশিক্ষণ:
- ছাত্রীদের জন্য পাঠদান কার্যক্রমের পাশাপাশি রান্নার প্রশিক্ষণ দেওয়া হয়।
১২. গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়:
- গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় প্রদান করা হয়।
পূর্ব পরীক্ষার ফলাফল
দাখিল (১০ম শ্রেনী) | ||||
সাল | মোট পরিক্ষার্থী | এ+ | এ | পাশের হার |
২০১৫ | ২১ | ০৮ | ১৩ | ১০০% |
২০১৬ | ১৫ | ০৭ | ০৮ | ১০০% |
২০১৭ | ১৫ | ০৮ | ০৭ | ১০০% |
২০১৮ | ২৮ | ১৪ | ১৪ | ১০০% |
২০১৯ | ২৪ | ১৩ | ১১ | ১০০% |
২০২০ | ৩০ | ১২ | ১৮ | ১০০% |
২০২১
| ৪৮ | ৩৪ | ৭ | ১০০% |
৮ম শ্রেণী | ||||
সাল | মোট ছাত্র | A+ | সরকারী বৃত্তি | পাশের হার |
২০১৫ | ৩৬ | ৩০ | ১২ | ১০০% |
২০১৬ | ৪৪ | ২৬ | ১১ | ১০০% |
২০১৭ | ৩৯ | ২০ | ১০ | ১০০% |
২০১৮ | ৪৫ | ২০ | ১৭ | ১০০% |
২০১৯ | ৬২ | ১৫ | ১৩ | ১০০% |
২০২০ | ৫৩ | Auto | – | ১০০% |
২০২১ | ৪২ | Auto | – | ১০০% |
১০ম শ্রেণী | ||||
সাল | মোট ছাত্র | A+ | সরকারী বৃত্তি | পাশের হার |
২০১৫ | ২১ | ০৮ | ১৩ | ১০০% |
২০১৬ | ১৫ | ০৭ | ০৮ | ১০০% |
২০১৭ | ১৫ | ০৮ | ০৭ | ১০০% |
২০১৮ | ২৮ | ১৪ | ১৪ | ১০০% |
২০১৯ | ২৪ | ১৩ | ১১ | ১০০% |
২০২০ | ৩০ | ১২ | ১৮ | ১০০% |
২০২১ | ৪৮ | ৩৪ | ০৭ | ১০০% |
২০২২ | ৪৪ | ৩৪ | ১০ | ১০০% |