আবাসিক ব্যবস্থাপনা

আবাসিক সুবিধাসমূহ

১. মাদ্রাসার নিজস্ব আবাসিক নীতিমালার আলোকে ১ম শ্রেণি থেকে আবাসিকে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়।

২. ছাত্রীদের জন্য শিক্ষিকার তত্ত্বাবধানে সম্পূর্ণ শরয়ী বিধান রক্ষা করে কঠোর নিরাপত্তামূলক পৃথক ছাত্রী ক্যাম্পাসের ব্যবস্থা রয়েছে।

৩. দৈনন্দিন খাদ্য তালিকা অনুযায়ী মান সম্মত তিন বেলা খাবার ও তিন বেলা নাস্তা পরিবেশন করা হয়।

৪. প্রত্যেক শিক্ষার্থীর জন্য মনোরম পরিবেশে পৃথক পৃথক খাটে শোয়ার ব্যবস্থা রয়েছে।

৫. কাপড় ধোয়া, ইস্ত্রি করা, চুল কাটা ইত্যাদি মাদ্রাসার নিজস্ব ব্যবস্থাপনায় সম্পাদন করা হয়।

৬. শিক্ষার্থীদের খাবার ও নাস্তা পরিবেশন, বিছানা পত্র গোছানো, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য মাদ্রাসার নিজস্ব স্টাফ রয়েছে।

আবাসিক ছাত্র/ছাত্রীদের সাথে সাক্ষাতের নিয়ম

সাক্ষাৎ ও যোগাযোগ সংক্রান্ত নিয়মাবলী

১. প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাদ্রাসা অফিসে সাক্ষাৎ করা যাবে।

২. সাক্ষাৎ প্রার্থীকে নির্ধারিত খাতায় নিজ নাম, শিক্ষার্থীর নাম, শ্রেণী, ক্যাডেট নম্বর ও শিক্ষার্থীর সাথে সম্পর্কের ধরণ উল্লেখ করতে হবে।

৩. প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত মাদ্রাসা নির্ধারিত নাম্বারে (০১৮৫৫-৯০৯২৩৭, ০১৮৫৫-৯০৯২০১) ফোনে কথা বলা যাবে।

৪. শুধুমাত্র ভর্তি ফরমে উল্লেখিত ব্যক্তিই সাক্ষাৎ বা ফোন করতে পারবেন।

৫. মহিলা অভিভাবক অবশ্যই হিজাব পরে বা শালীন পোষাক পরে সাক্ষাৎ করতে হবে।

৬. কোন অভিভাবক প্রতিষ্ঠান প্রধানের বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আবাসিক ছাত্রদের রুমে প্রবেশ করতে পারবেন না।

আবাসিক নিয়মাবলি

আবাসিক শিক্ষার্থীদের জন্য নিয়মাবলী

১. পাঁচ ওয়াক্ত নামাজ মাদ্রাসায় জামাতের সাথে আদায় করতে হবে।

২. নিজের রুম, সীট, জামা, পরিচ্ছন্ন ও কাপড় গুছিয়ে রাখতে হবে।

৩. অনুমতি ছাড়া অন্যের রুমে প্রবেশ করা ও বিছানায় শোয়া যাবে না।

৪. পড়া-লিখা, ঘুম ও বিশ্রামের সময় অন্যকে বিরক্ত করা শাস্তিযোগ্য অপরাধ।

৫. নিজের কাছে কোন টাকা পয়সা রাখা যাবে না। প্রয়োজনে ইউনিট শিক্ষকের নিকট জমা রাখতে হবে।

৬. অফিস ও শিক্ষক রুমে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। অনুমতি প্রাপ্ত হলে সালাম দিয়ে প্রবেশ করতে হবে।

৭. একজনের জিনিস-পত্র অন্যজনের ব্যবহার করা নিষিদ্ধ।

৮. যথাসময়ে খাদ্য গ্রহণ, গোসল করা, ক্লাস ও কোচিং-এ উপস্থিত হওয়া আবশ্যক।

৯. মাদরাসা ত্যাগ ও প্রবেশের সময় অফিসে দেখা করতে হবে এবং ছুটি রেজিস্টারে এন্ট্রি করতে হবে।

১০. কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন বহিরাগতকে নিজের রুমে প্রবেশ করানো যাবে না।

১১. হোস্টেল সুপারের অনুমতি ব্যতিত মাদ্রাসা ক্যাম্পাস ত্যাগ করা যাবে না।

১২. আবাসিক ছাত্রদেরকে কোন কিছু দিতে হলে ইউনিট শিক্ষকের মাধ্যমে দিতে হবে।

আবাসিকদের প্রদেয় সুবিধাসমূহ

হোস্টেল সুবিধাসমূহ:

১. থাকা ২. খাওয়া ৩. কোচিং ৪. কাপড় ধোলাই ৫. ইস্ত্রি ৬. স্বাস্থ্য সেবা ৭. চুল কাটা ৮. পরিচর্যা ও নিয়ন্ত্রণ ৯. টিফিন ১০. নিরাপত্তা ১১. খাট ও বেডিং ১২. মশারী

অভিভাবকদের জন্য তালিকা:

১. বই, খাতা, স্কুল ব্যাগ ২. ড্রেস ২ সেট ৩. ট্রাঙ্ক (২৪”) কিংবা ব্যাগ ৪. কভার সহ বালিশ, বেড়সিট, লেপ/কম্বল/কাঁথা ৫. ব্যাবহারের জন্য কাপড় ৬. প্লেট ৭. সাদা টুপি ২টি ৮. চামড়ার স্যান্ডেল এবং স্পঞ্জের স্যান্ডেল ৯. নীল কাটার ১০. টুথপেস্ট, ব্রাশ/মেছওয়াক ১১. সাবান

বিশেষ দ্রষ্টব্যঃ
শিক্ষার্থীদের খাতা, কলম, পেন্সিল ইত্যাদির জন্য মাদ্রাসার নিজস্ব ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে অভিভাবকগণ মাদ্রাসা অফিসে যোগাযোগ করে ব্যবস্থা নিতে পারেন।

স্বাস্থ্য পরিচর্যা

স্বাস্থ্যসেবা সংক্রান্ত সুবিধাসমূহ:

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ ডাক্তারের সাহায্যে নিয়মিত চেকআপ ও চিকিৎসা প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসার ব্যয়ভার মাদরাসা কর্তৃক বহন করা হয়।