ছুটির নীতিমালা

  • ছুটি সংক্রান্ত নিয়মাবলী

    ১. প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাৎসরিক “একাডেমিক ক্যালেন্ডার” সরবরাহ করা হয়। ক্যালেন্ডারে উল্লেখিত ছুটির তালিকা অনুযায়ী প্রাতিষ্ঠানিক ছুটি কার্যকর হবে। পরিবর্তন হলে চিঠি বা ফোনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

    ২. জরুরী প্রয়োজনে প্রতিষ্ঠান প্রধানের বরাবর দরখাস্ত জমা দিয়ে ছুটির আবেদন করা যাবে। তবে এই ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

    ৩. নবাগত ছাত্রদের ক্ষেত্রে ভর্তি পরবর্তী প্রথম ১ মাস সাপ্তাহিক ছুটি এবং পরবর্তী ১ মাস ১৫ দিন পর পর বৃহস্পতিবার বাদ আছর থেকে শুক্রবার মাগরীব পর্যন্ত ছুটি নেয়া যাবে।

    ৪. অভিভাবক নির্ধারিত সময়ে নিজে ছাত্রকে নিয়ে যাবেন এবং নির্ধারিত সময়ে পৌঁছে দিবেন। তবে অভিভাবক খেয়াল রাখবেন যে, ছাত্রকে ঘনঘন ছুটিতে নেয়া তার পড়া-লেখার জন্য ক্ষতিকর এবং প্রাতিষ্ঠানিক শৃংখলার লঙ্ঘন।

    ৫. হঠাৎ কোন ছুটির প্রয়োজন হলে বা অসুস্থ হলে শ্রেণি শিক্ষককে অবগত করবেন। উপস্থিতির দিনে অভিভাবকের মন্তব্য ও স্বাক্ষর সহ ছুটির আবেদন অধ্যক্ষ মহোদয়ের নিকট জমা দিয়ে অনুমতি নিয়ে ক্লাসে যাবেন।

    ৬. ছুটি ব্যতিত অনুপস্থিত থাকলে প্রতিদিনের অনুপস্থিতির জন্য ৫০ টাকা জরিমানা দিতে হবে এবং নির্দিষ্ট নম্বর কর্তন করা হবে।

পরিবহন সংক্রান্ত

  • পরিবহন সংক্রান্ত নিয়মাবলী

    ১. দূরত্ব অনুযায়ী মাইক্রোবাস ও টেম্পুর নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হয়।

    ২. বৎসরের শুরুতে এক বছরের জন্য পরিবহন চুক্তিবদ্ধ হতে হবে।

    ৩. বৎসরের মধ্যখানে স্থান পরিবর্তন করতে হলে অফিসে যোগাযোগ করে অনুমতি নিতে হবে।

    ৪. বছরের মাঝখানে পরিবহন সেবা ত্যাগ করা যাবে না।

বেতনাদি পরিশোধের নিয়মাবলি

  • বেতন সংক্রান্ত নিয়মাবলী

    ১. মাসিক প্রদেয় টাকা চলতি মাসের ০৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

    ২. নির্ধারিত তারিখে প্রদেয় টাকা পরিশোধ করতে না পারলে প্রিন্সিপালের লিখিত অনুমতি নিতে হবে। এরপরও পরিশোধ না করলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিবে।

    ৩. মাসিক বেতনাদি চলতি মাসের ০৫ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে, অন্যথায় প্রতিদিনের জন্য ৫/- (পাঁচ টাকা) হারে জরিমানা দিতে হবে।

    ৪. ছাত্র-ছাত্রীদের মাসিক বেতনাদি সময়মত পরিশোধ করা না হলে ১ম মাসে জরিমানা এবং পরবর্তী মাস থেকে প্রদেয় সুবিধাদি বাতিল করা হবে।